শহর প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবীতে ফেনীতে স্বেচ্ছাসেবক দলের মিছিলে ধাওয়া দিয়েছে পুলিশ।এসময় জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান জুয়েলসহ কয়েকজন আহত হয়।রবিবার বিকালে শহরের এসএসকে সড়কে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, রবিবার বিকালে শহরের ট্রাংক রোডের প্রেস ক্লাবের সামনে থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। সংগঠনটির জেলা সভাপতি কফিল উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান জুয়েল মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি ট্রাংক রোডের খেজুর চত্ত্বর সহ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এসএসকে সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন স্থানে পৌছলে পুলিশ পেছন থেকে ধাওয়া দেয়। এসময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান জুয়েল অভিযোগ করেন, পুলিশ বিনা উস্কানীতে মিছিল কারিদের ধাওয়া দিয়ে স্বেচ্ছাসেবক দল সভাপতি ও তিনিসহ কয়েকজন পড়ে গিয়ে আহত হন।