শহর প্রতিনিধি-ফেনীতে স্বেচ্ছাসেবক দল নেতা রসুল আমিন (৩২) ও কলেজ ছাত্র মো: ইয়াসিন রিপন(২৪)কে ইয়াবাসহ গ্রেফতার করে ৬ মাসের বিনাশ্রম কারদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে শহরের কলেজ রোডস্থ আপ্যায়ন আফরোজ টাওয়ারের সামনে ও বালিগাঁও ইউনিয়নের উত্তর হকদি গ্রামের লোমী পাটোয়ারীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলেজ রোডের আপ্যায়ন আফরোজ টাওয়ারের পাশের নির্মাধীন ভবনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদলতের বিচারক সোহেল রানার নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় ফেনীর সস্যরা।
এসময় ইয়াবা কিনে ভবনের গেট থেকে বের হওয়ার সময় ফেনী সরকারী কলেজের হিসাব বিজ্ঞানের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মো: ইয়াসিন রিপনকে গ্রেফতার করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ৪৫পিস ইয়াবা উদ্ধার করে আদালত। পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে আদালত।
এর আগে বালিগাঁও ইউনিয়নের উত্তর হকদি গ্রামের লোমী পাটোয়ারীর বাড়িতে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রসুল আমিনকে গ্রেফতার করা হয়। পরে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আাদালত।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক ইকবালুর রহমান, উপ পরিদর্শক টিপু সুলতানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।