সদর প্রতিনিধি-ফেনীতে সড়ক দুর্ঘটনায় ওহিদুন্নবি নামের (৪৩) এক শিক্ষক নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাসের ফাজিলপুর পূবালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি ছাগলনাইয়া উপজেলার নিজকুনজুরা গ্রামের সফিউল্যার ছেলে ও নিজকুনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন
ওই প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মানিক চন্দ্র শীল জানান, পূবালী থেকে মোটরসাইকেলযোগে সকালে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে স্থানীয়রা রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। লাশ বর্তমানে মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়িতে রয়েছে।পরিচয়পত্র দেখে তাকে শনাক্ত করেন স্থানীয় লোকজন।