শহর প্রতিনিধি-ফেনী সদর হাসপাতালের সিঁড়ির নিচে ফেলে যাওয়া দুই মাস বয়সী কন্যা শিশু জান্নাত নূরের স্বাস্থ্য সেবার খবর নেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।সোমবার দুপুরে জেলা প্রশাসক ফেনী সদর হাসাপাতালে গিয়ে শিশু জান্নাত নূরের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তাকে জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক হাবিবুল করিম ও আবাসিক মেডিকেল অফিসার অসীম সাহা জান্নাতে নূরের চিকিৎসা এবং স্বাস্থ্য সম্পর্কে অবহিত করেন।
হাসপাতাল কতৃপক্ষ জানায় তার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে।এসময় ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম উপস্থিত ছিলেন।
গত ২১ ডিসেম্বর ঠোঁট কাটা দু’মাস বয়েসী এ মেয়েটিকে ফেনী জেলা সদর হাসপাতালের সিঁড়ির নিচে বারান্দায় ফেলে যাওয়া হয়। কুড়িয়ে পাওয়া মেয়েটির নাম দেয়া হয় জান্নাতে নূর।