দাগনভূইয়া প্রতিনিধি-ফেনীর দাগনভূইয়ায় মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার না করায় ৯ আরোহীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দাগনভূঞা থানা পুলিশ।সোমবার দাগনভূইয়া পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ মামলা দায়ে করা হয়।
দাগনভূইয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সম্প্রতি দাগনভূইয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় কয়েক যুবক নিহত হয়েছে। যাদের বেশিরভাগই মোটরসাইকেল আরোহী। ইতিপূর্বে আরোহীদের হেলমেট ব্যবহারে জন্য নির্দেশ দেওয়া হয়েছে।কিন্তু তা অমান্য করায় এ মামলা দেয়া হয়।