প্রতিদিন করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে।কর্মহীন হয়ে পড়ছে মানুষ। খাদ্য অভাবে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন মানুষ।করোনার এ পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফেনী-৩ (দাগনভুইয়া ও সোনাগাজী) অসহায় গরিব ও কর্মহীন ১২’শ পরিবারের দায়িত্ব নিয়েছিলেন বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি। ইতোমধ্যে, দাগনভুইয়ায় এসব পরিবারদের কাছে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দ্বিতীয় দফায় সোনাগাজী উপজেলার ৯ টি ইউনিয়নের নিম্ন আয়ের অসহায় , ক্ষতিগ্রস্থ গরীব , বিধবা ও দুস্থ পরিবারের মধ্যে পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়। ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সার্বিক তত্তাবধানে খাদ্য সামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন উক্ত কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য জিয়া উদ্দিন সোহাগ, আহসান হাবীব বিটন, শরিফ উল হাসান তারেক ও এ্যড: মিনহাজ উদ্দিন রানা প্রমুখ।
এ বিষয়ে আবদুল লতিফ জনির সাথে যোগাযোগ করলে তিনি জানান , মানব ধর্ম পালন করাই এখন সকল মানুষের দায়িত্ব হওয়া উচিত। এ দুর্যোগকালে ধর্ম, বর্ণ , জাত, দেখা মানবতার কাজ নয়।