বন্যা কবলিত ফেনী জেলায় ২০ হাজার মানুষকে বিএনপির পক্ষ থেকে ত্রান সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।
মঙ্গলবার দুপুরে শহরের ভাষা শহীদ আবদুস সালাম কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার বন্যার পরিস্থিতির শুরু থেকে দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সর্বস্তরের নেতাকর্মীরা মাঠে রয়েছে। বিএনপির পক্ষ থেকে শুধু ফেনী- ১ আসনের পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় ২০ হাজার মানুষকে শুকনো ও রান্না করা খাবার দেয়া হয়েছে।
এছাড়া জেলার অপর তিন উপজেলা ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজীতে বিএনপির বিভিন্ন নেতারা খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। খাদ্য থাকলেও পানির স্রোতের কারণে পৌঁছানো যায়নি। এখন পানি কমতে শুরু করেছে। পর্যায়ক্রমে প্রান্তিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছানো শুরু হয়েছে।
জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এসময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, শাহেনা আক্তার শানু, জেলা যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তি, যুবদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার, স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, ছাত্রদল সভাপতি সালাহউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।