শহর প্রতিনিধি-ফেনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা বাস্তবায়নে মেডিক্যাল টেকনোলজিস্টদের ১০ম গ্রেড প্রদান, মেডিক্যাল এডুকেশন বোর্ড বাস্তবায়ন ও স্থগিতকৃত নিয়োগ দ্রুত চালুর দাবীতে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ ফেনী জেলার আয়োজনে অবস্থান ধর্মঘট পালিত হয়।পরে সিভিল সার্জন ডাঃ হাসান শাহরিয়ার কবিরের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।রবিবার সিভিল সার্জনের কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
এতে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভাপতি নুরুল মামুন, সাধারণ সম্পাদক ছালেহ উদ্দিন পাটোয়ারী ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সভাপতি হাসান রাব্বী, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হাসান,এসোসিয়েশনের উপদেষ্টা ও সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট ইমরান ভূঁঞা ও নুরুল করিম,সহ-সভাপতি সত্যজিৎ মজুমদার ও জাহাঙ্গীর আলম, বিএমটিপির সিনিয়র সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান সোহেল,যুগ্ম সম্পাদক মোঃ ইয়াসিন উল্লাহ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা, কার্যকরী সদস্য মোঃ মাহবুবুল আলম, মোঃ রাহাত, মোত্তাকিন, মোঃ ফয়সাল, মোঃ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।