শহর প্রতিনিধি-ফেনীতে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পিটিআই মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সচিব ও আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য ড.কামাল উদ্দিন আহমেদ।
জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খনিজ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পারভীন আকতার,জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার উক্য সিং মারমা, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তায়েবুল হক।
পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার নিয়তী রানী কৈরী ও সাংস্কৃতিক সংগঠক এডভোকেট রাশেদ মাযহার। মেলায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, কৃষি বিভাগ, ব্যাংকসহ ৬৩ টি স্টল অংশ গ্রহন করে।