ফেনী
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:৫৯
, ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খুলে দেওয়া হলো মুহুরী সেচ প্রকল্পের সব ফটক,বন্যার পানি দ্রুত কমছে ফেনী শহরের জলাবদ্ধতা নিরসনে ভরাটকৃত খাল পুনরুদ্ধারের দাবীতে মানববন্ধন ফেনীতে ১৯টি আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৫ স্থানে ভাঙন ৩০ গ্রাম প্লাবিত,পানিবন্দি অর্ধলক্ষ্য মানুষ মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত,বাধের ৫ স্থানে ভাংগন,বন্যার আশংকা ফেনীতে ব্যাপক জলাবদ্ধতা,পানিবন্দি হাজারো মানুষ,দুর্ভোগ চরমে স্থানীয় নির্বাচন আগে করতে হবে ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের দুই নেতা আটক ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার রাতের ভোটের’ দায় স্বীকার করে জবানবন্দি দিলেন নুরুল হুদা

ফেনীতে ৬৮ লাখ টাকার ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

শহর প্রতিনিধি- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের রামপুর রাস্তার মাথা সংলগ্ন স্থানে ৬৮ লাখ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এসময় ১ জন মাদক বিক্রেতা গ্রেফতার ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে প্রাইভেটকার যোগে বিপুল মাদকদ্রব্য নিয়ে ঢাকায় যাওয়ার পথে ফেনীতে র‌্যাব চেকপোষ্ট বসায়। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব সদস্যরা গাড়িটিকে থামানোর সংকেত দিলে ড্রাইভার গাড়িটি না থামিয়ে র‌্যাব সদস্যদের অতিক্রমের চেষ্টা করে। একপর্যায়ে র‌্যাব গাড়িটির পিছু নিলে ড্রাইভার গাড়ি থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে চাঁদপুরের কচুয়া থানার শাসনখোলা গ্রামের মো: ইদ্রিস আলীর ছেলে মনির হোসেনকে (৪০) গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশী করে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর গাড়ির ভিতরে সুকৌশলে নির্মিত বক্সের ভিতর থেকে ১২ হাজার ৬শ ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬৮ লাখ ৩৭ হাজার ৫শ টাকা। এ ঘটনায় প্রাইভেটকারটি (ঢাকা মেট্টো- গ- ১২-৬৭৪০) জব্দ করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!