শহর প্রতিনিধি-ফেনীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ফাতেমা খাতুন (৩০) নামে নারী ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ফেনীর সদস্যরা। রবিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালের আলমাস হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র জানায়, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ফেনীর সহকারি পরিচালক আবদুল্লাহ আল জাহিদের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে অভিযান চালানো হয়। ওই স্থানের আলমাস হোটেলের সামনে থেকে মাদক ব্যবসায়ী ও পাচারকারী লের সস্য ফাতেমা খাতুনকে গ্রেফতার করা হয়। এসময় তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগে তল্লাশী চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩০ লাখ টাকা বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়।
কার্যালয়ের পরিদর্শক মোঃ ইকবালুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।সে কক্সবাজার জেলার টেকনাফের নয়াখালীর বাহারছড়ার মো: আলীর স্ত্রী।