শহর প্রতিনিধি-ফেনীর সড়ক গুলোসহ সর্বক্ষেত্রে যে উন্নয়ন সাধিত হয়েছে কিংবা যেসব উন্নয়ন হবে তা জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন।
এসময় তিনি আরো বলেন,উন্নয়নের মধ্য দিয়ে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিনত করা হবে।আর ২০০৮ সালে আওয়ামীলীগ সরকারের নির্বাচনী ইশতেয়ার ছিল ডিজিটাল বাংলাদেশ গঠন করা।ক্ষমতায় আসার পর বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে।সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবনে বসে ভিডিও কানফারেন্সের মাধ্যমে মহিপাল সিক্স লাইন ফ্লাইওভারের উদ্বোধন করেছেন।এটি ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম উদাহরন।
শনিবার বিকালে শহরের পিটিআই স্কুল মাঠে জেলা প্রশাসন আয়োজিত তিনদিন ব্যাপী মেলার পুরস্কার বিতরণ ও সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।