কথা ডেস্ক- ফেনীর সহকারী পুলিশ সুপার ছাগলনাইয়া(সার্কেল) পদে যোগদান করার কথা রয়েছে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার নিশান চাকমা। সম্প্রতি বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে বিভিন্ন যায়গায় বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। এর মধ্যে পুলিশ কমিশনার নিশান চাকমাকে সহকারী পুলিশ সুপার ছাগলনাইয়া (সার্কেল) পদে ফেনীতে বদলি করা হয়েছে।তিনি দুই একদিনের মাঝে ফেনীতে যোগদান করবেন বলে সুত্র জানায়।