স্টাফ রিপোর্টার-ফেনীর কৃতি সন্তান রোটারিয়ান ড.বেলাল উদ্দিন আহমেদ রোটারি ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের ২০২০-২১ সালের গভর্ণর নির্বাচিত হয়েছেন।চট্টগ্রামে গত দুইদিন ব্যাপী রোটারি ডিস্ট্রিক্ট কনফারেন্সে গভর্ণর নির্বাচনে তিনি ১শ ৯ ভোট পেয়ে গভর্ণর নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী কুমিল্লা সানরাইজের আবু আজমল পাঠান পেয়েছেন ৯২ ভোট।ড. বেলাল জেনিথ ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে গভর্ণর নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান রোটারি ক্লাব অব ফেনী সিটি।