ঢাকা অফিস-ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সিনেটে রেজিস্টার্ড গ্রাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচনে ২৪টিতে জয় পেয়েছে আওয়ামী লীগপন্থিদের গণতান্ত্রিক ঐক্য পরিষদ। রবিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে এ ফলাফল ঘোষণা করা হয়। এতে এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফেনীর কৃতি সন্তান নিজাম চৌধুরী প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নিজাম চৌধুরীর ব্যালট নাম্বার ছিল ৩২।৬ জানুয়ারি ২০১৮ থেকে শুরু হয় তিন ধাপের জাঁকজমকপূর্ণ নির্বাচন।নিজাম চৌধুরী যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। তিনি এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ডায়মন্ড লাইফ ইনস্যুরেন্সের পরিচালক, ন্যাশনাল ইন্সটিটিউট ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান, ম্যাক্স পাওয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক, কুশিয়ারা পাওয়ার কো¤পানির পরিচালক, ট্রেড ব্যালেন্স ইউএস কর্পোরেশনের প্রেসিডেন্ট, ট্রেড ব্যালেন্স বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। এছাড়া তিনি শতাধিক সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন।
যুক্তরাষ্ট্রের মূলধারায় ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক পরিমন্ডলেও রয়েছে নিজাম চৌধুরীর অংশগ্রহণ। তিনি যুক্তরাষ্ট্রে ২০০৮ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাচন ক্যাম্পেইনের ন্যাশনাল কমিটির সদস্য ছিলেন।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের প্রথম ধাপ বরিশাল, ভোলা এবং পিরোজপুরসহ উত্তর-দক্ষিণ বঙ্গের ২৯ জেলার ২৯ টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ৪৪ হাজার রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিনটি প্যানেলে ৮১ জন প্রার্থী নির্বাচনে লড়াই করেন।
২৫ জন প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে এর আগে ঢাকার বাইরে ৪২ কেন্দ্রে ৬,১৩ ও ১৬ই জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শনিবার ছিল চার পর্বের নির্বাচনের শেষ দিন । ভোটগ্রহন শেষে আজ রবিবার ২১ জানুয়ারি ফলাফল ঘোষনা করা হয়।