স্টাফ রিপোর্টার-ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টোর বিরুদ্ধে দুদকে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মজিবুর রহমান শামীম। মঙ্গলবার সকালে ঢাকায় দুদক কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে তিনি এ অভিযোগ দাখিল করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১৬-২০১৭ অর্থবছরে ইউনিয়ন পরিষদ এলাকায় অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দকৃত সমুদয় অর্থ তিনি আত্মসাত করেছেন। এছাড়া হতদরিদ্র কর্মসংস্থানের ২৫টি প্রকল্পের ৬০লক্ষ টাকা আত্মসাৎ করেছেন তিনি। এ নিয়ে ইউপি সদস্যদের সাথে চেয়ারম্যানের বিরোধ চলছে। তার স্বেচ্ছাচারীতা ও অব্যাহত দুর্নীতির ফলে স্থানীয় জনগণ ক্ষোভে ফুঁসে উঠেছেন। তিনি আরো অভিযোগ করেন, জন্মসনদ বিতরণের সময়ও ঘুষ নিচ্ছেন চেয়ারম্যান ভুট্টো। তার চাহিদামত ঘুষ না দেয়ায় শতাধিক জন্মসনদের আবেদন জমা দেয়ার এক বছরেও পায়নি আবেদনকারীরা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও অনেকে অভিযোগ করেছেন। এসব ঘটনায় প্রিন্ট ও অনলাইন মিডিয়াতে বহু সংবাদ প্রকাশিত হয়েছে।
এ ব্যাপারে চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টোর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সর্ম্পকে অবগত নন বলে জানান।