শহর প্রতিনিধি- ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার ও ট্রাংক রোডের বড় মসজিদ থেকে মিজান রোডের ডায়াবেটিস হাসপাতাল পর্যন্ত সড়কের দু’পাশে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বিডি ক্লিন নামে সংগঠনটির সদস্যরা। সোমবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত সংগঠনটির ৮টি টিম লিডারের মাধ্যমে অভিযানে শতাধিক সদস্য অংশগ্রহন করেন। বিডি ক্লিনের জেলা সমন্বয়ক ফাহাদ আমিনের নেতৃত্বে অভিযানে অংশ নেন সহ-সমন্বয়ক ওসমান গনি সোহাগ।
সমন্বয়ক ফাহাদ আমিন বলেন, মঙ্গলবার ট্রাংক রোড থেকে রেল গেইট পর্যন্ত পরিচ্ছন্নতা কর্মসূচী চলবে।