কথা ডেস্ক-ঐতিহাসিক ফেনী মুক্ত দিবস ও এ দেশের লোকজ সংগীতের গীতিকার, সুরকার, কন্ঠ শিল্পী, মরমী কবি হাসন রাজার ৯৫তম মৃত্যু বার্ষিকীতে জমকালো আয়োজনে ফেনীর ঢোলের প্রথম জন্ম উৎসব পালিত হয়েছে। গত বছর একই দিন ঐতিহ্যের সাথে শেকড়ের বুনন থিম্ শ্লোগান নিয়ে আঞ্চলিক ও লোকজ গানের চর্চা কেন্দ্র ফেনীর ঢোল এর জন্ম হয়।
এ উপলক্ষে ফেনীর ঢোল শহরের কেন্দ্রিয় শহিদ মিনার চত্বরে উম্মুক্ত কনসার্টের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ফেনী মুক্ত দিবসের মহানায়ক সাব সেক্টর কমান্ডার বীর বিক্রম লে: কর্ণেল জাফর ইমাম (অব.) ও বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম।
অনুষ্ঠানে ফেনীর জনপ্রতিনিধি, গুণীজন, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ফেনী’র ঢোল এর প্রথম জন্ম উৎসব অনুষ্ঠানটি ফেনীর তিনটি প্রাইভেট চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। উম্মুক্ত কনর্সাটে বিকেল থেকে সোনাগাজী লোক সাংস্কৃতিক গোষ্টি, ফেনী’র ঢোল ও চট্টগ্রামের জনপ্রিয় ফোক ব্যান্ড নাটাই এর শিল্পীদের আঞ্চলিক ও লোকজ গানের সুরের মূর্চনায় দর্শক শ্রোতা মাতিয়ে রাখে।