শহর প্রতিনিধি -ফেনীতে ২০ পিস ইয়াবাসহ বেলায়েত হোসেন রাজু (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকালে শহরের শাহীন একাডেমী এলাকা থেকে তাকে গ্রেফতার করে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। সে পদুয়ার আশপালিয়া ভূঞা বাড়ীর বেলাল হোসেন এর ছেলে।
শহর পুলিশ ফাঁড়ির এসআই কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শাহীন একাডেমী রোডে অভিযান চালায় পুলিশ।ওই স্থান থেকে ২০পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।