ফেনী
সোমবার, ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৪
, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ফেনী ইউনিভার্সিটির তরুণ দুই প্রকৌশলীর আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ

কথা ডেস্ক-রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে গত ২৮-৩০ সেপ্টেম্বর ২০১৭ ‘এ্যাডভের্ঞ্চাস ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বের সকল প্রকৌশলীর নতুন নতুন উদ্ভাবনী পরিকল্পনা এবং নতুন সব আবিষ্কারকে বিশ্বের দরবারে তুলে ধরাই ছিল এই সম্মেলনের উদ্দেশ্য।
সম্মেলনটির প্রধান পৃষ্টপোষকতায় ছিল বিশ্বের তড়িৎ প্রকৌশলীদের সবচেয়ে বড় সংগঠন ‘ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স।
 এই আন্তর্জাতিক সম্মেলনে ফেনী ইউনিভার্সিটির ই্ইই ডিপার্টমেন্টের দুই কৃতী শিক্ষার্থী শেখ শাহ পরান মাহতাব ও মো: জাহাঙ্গীর আলম ‘ন্যানো ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশনের কোয়ান্টাম ওয়েল ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর লেয়্যার’ সম্পর্কিত তাদের গবেষণা ফলাফল উপস্থাপন করেন।
গবেষণা পরিচালনায় যৌথভাবে দায়িত্বে ছিলেন চুয়েটের সহযোগী অধ্যাপক ড. মোঃ মহিউদ্দীন এবং ফেনী ইউনিভার্সিটির ই্ইই ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল মামুন খাঁন। ফেনী ইউনিভার্সিটির এই সফলতা অর্জনে উপাচার্য প্রফেসর ড. মো: সাইফুদ্দিন শাহ গবেষণায় সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে ফেনী ইউনিভার্সিটি আন্তর্জাতিক অঙ্গনে আরো শক্ত অবস্থানে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষার্থীদের এমন অর্জনের ব্যাপারে ই্ইই ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই অর্জন আমাদের সবার, ফেনী ইউনিভার্সিটির সকলের আন্তরিক প্রচেষ্টা ছিল বলেই এই অর্জন সম্ভব হয়েছে।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!