ফেনী
শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৪
, ২৯শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ফেনী ইয়াং সোসাইটি ক্লাবের তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

শহর প্রতিনিধি- ফেনী ইয়াং সোসাইটি ক্লাবের তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার রাতে শহরের শান্তি কোম্পানি রোডস্থ  রিয়াজ উদ্দিন পাটোয়ারি জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি রাফি বিন মনির।

মাহফিল আয়োজক কমিটির আহবায়ক ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পটুর সভাপতিত্বে বিশেষ ওয়ায়েজ ছিলেন রাজধানীর উত্তরা শহীদ ইয়াকুব জামে মসজিদের খতিব মাওলানা আবু ইয়াহইয়া জাকারিয়া আল-হুসাইনী, রশিদিয়া মাদরাসার পরিচালক মাওলানা মুফতী শহীদুল্লাহ, রিয়াজ উদ্দিন পাটোয়ারি জামে মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মাছুম।

ফেনী ইয়াং সোসাইটি ক্লাবের সাধারণ সম্পাদক ও মাহফিল আয়োজক কমিটির সদস্য সচিব ইয়াছিন আরাফাত রাজুর পরিচালনায় অতিথি হিসেবে অংশ নেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, মাহতাব উদ্দিন মুন্না, সাবেক কাউন্সিলর ওমর ফারুক ভূঞা বেলাল, সমাজসেবক কেবিএম জাহাঙ্গীর আলম প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি ও মাহফিল আয়োজক কমিটির আহবায়ক সাইফুল ইসলাম।

ট্যাগ :

আরও পড়ুন


Logo