সদর প্রতিনিধি-ফেনী কম্পিউটার ইনস্টিটিউট’র ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের নতুন রানীর হাটস্থ ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম।
ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চীফ ইন্সট্রাক্টর (নন-টেক) ও একাডেমীক ইনচার্জ দেবব্রত কুমার নাথ, ডাটা টেলিকমিনিকেশন এন্ড নেটওয়ার্কিং বিভাগীয় প্রধান মোঃ আবদুল্লাহ আল মামুন, কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিভাগীয় প্রধান আফরোজা জয়নব ও টেলিকমিনিকেশন এন্ড টেকনোলজি বিভাগীয় প্রধান মাহবুব আলম।
পরিচালনা করেন ইন্সটিটিউটের ডিএনটির ইন্সট্রাক্টর হেলাল উদ্দিন ও ইন্সট্রাক্টর (জুনিঃ) মোবারাহ আক্তার।