অবশেষে ফেনী জেনারেল হাসপাতালে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চালু হয়েছে।রবিবার ফিতা কেটে ও মুনাজাতের মধ্য দিয়ে নতুন ভবনের ২য় ও ৩য় তলায় স্থাপিত আইসিইউ ও সিসিইউ আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
এসময় জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, ফেনী জেনারেল হাসপাতালেরর তত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী, আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপন চন্দ্র নাথ ও ডা. মো. ইকবাল হোসেন ভূইয়া,প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ফেনী ডায়াবেটিক হাসপাতালে জেলায় প্রথম আইসিইউ স্থাপন হয়।সালেহ উদ্দিন-হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশনের অর্থায়নে ২ শয্যার আইসিইউ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এবং নিজাম উদ্দিন হাজারীএমপি।
সুত্র জানায়, ২০১৮ সালের ১৬ জানুয়ারি মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব মঈনউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী আধুনিক সদর হাসপাতালে আইসিইউ ও সিসিইউর অনুমোদন দিয়েছেন।প্রাপ্ত বরাদ্ধ অনুযায়ী ওই বছরের সেপ্টেম্বরের মধ্যেই সিংহভাগ কাজ শেষ হয় ও অক্টোবরে উদ্বোধনের কথা ছিল।কিন্ত দক্ষ জনবল সংকটের অজুহাতে তখন এটি চালু করা হয়নি। করোনার প্রাদুর্ভাব বেড়ে গেলে এনিয়ে তোড়জোড় শুরু হয়।ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর আন্তরিক প্রচেষ্টায় আপাতত ৪ শয্যার আইসিইউ চালু হয় বলে জানা গেছে।