ক্রীড়া প্রতিবেদক- ফেনী জেলা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের কোয়ার্টার ফাইনালে পৌছেছে শান্তি কোম্পানী রোডস্থ ফেনী ইয়াং সোসাইটি ক্লাব। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মঙ্গলবার ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডে আবাহনী ক্রীড়া চক্র জুনিয়রের মুখোমুখি হয় ইয়াং সোসাইটি ক্লাব। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১শ ৭১ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ইয়াং সোসাইটি ২৪ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে ১শ ৭২ রান করে । ইয়াং সোসাইটির মামুন ৩৪রান করে ও ২ উইকেট পেয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
আজ বুধবার সকাল সাড়ে ৮টায় কোয়ার্টার ফাইনালে বেঙ্গল ক্লাব বনাম ওয়াপদা স্পোটিং ক্লাব অপরাহ্নে লায়েন্স স্পোটিং ক্লাব বনাম তৃপ্তি বিস্কুট প্রাইভেট লিমিটেড মুখোমুখি হবে।