ক্রীড়া প্রতিবেদক-ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের বৃহস্পতিবারের দুটি খেলায় ফেনী জুনিয়র ক্রিকেট একাডেমী ও ফেনী ক্রিকেট একাডেমীর জয় লাভ করে। শহরের ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে সকালে প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে ফেনী জুনিয়র ক্রিকেট একাডেমী ২৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান করে নব তরুন সংঘেরসাথে ৪৭রানে জয় লাভ করে। পরে ব্যাট করতে নেমে নব তরুন সংঘ ২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান করে। ফেনী জুনিয়র ক্রিকেট একাডেমীর মোশারফ হোসেন জয় ২৯ বলে ৪৩ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার তুলে দেন সদস্য ফেনী জেলা ক্রীড়া সংস্থা ও ফেনী ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব।
অপরদিকে দিনের দ্বিতীয় খেলায় রামপুর একাদশকে ৩৩ রানে হারায় ফেনী ক্রিকেট একাডেমী। টসে জিতে ফেনী ক্রিকেট একাডেমী ১৯ ওভারে ১০ উইকেট হারিয়ে ১শ ৩৪ রান করে। জবাবে খেলতে নেমে রামপুর একাদশ ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১শ ১ রান করে। রামপুর একাদশের সায়েম ৫৮ বলে ৬০ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার প্রদান করেন কলের কন্ঠ ফেনীর প্রতিনিধি আসাদুজ্জমান দারা।
এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।