প্রেস বিজ্ঞপ্তি-ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০১৮ সালের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসক মনোজ কুমারের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছে। রবিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে নব-নির্বাচিত কমিটির সভাপতি একাত্তর টেলিভিশনের ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলু ও সাধারণ সম্পাদক চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি জহিরুল হক মিলনের নেতৃত্বে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম, ইউনিটির সাবেক সভাপতি ওসমান হারুন মাহমুদ দুলাল,সাবেক সাধারন সম্পাদক যতন মজুমদার, প্রচার সম্পাদক ওমর ফারুক,দপ্তর সম্পাদক দিদারুল আলম,ক্রিড়া সম্পাদক নুর উল্যাহ কায়সার,সদস্য জাফর সেলিম, মোহাম্মদ এনামুল হক পাটোয়ারী ,মাঈন উদ্দিন পাটোয়ারী উপস্থিত ছিলেন ।জেলা প্রশাসক ইউনিটির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন তারুণ্যের এ বিজয়ে তিনি উচ্ছ্বাসিত।