করোনা ভাইরাস প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে ফেনী পৌরসভার ১৭নং ওয়ার্ডে নগদ অর্থ প্রদান করেছে পৌর বিএনপি।মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক এ নগদ অর্থ বিতরন করেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য নুর হোসেন সেলিম, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল ও সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সদস্য মোঃ হানিফ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলম খোকন ও সাধারন সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ রতন প্রমুখ উপস্থিত ছিলেন।