করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ৪শ পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।শনিবার জেলা বিএনপি সদস্য এনামুল হকের ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৭ ও ১৮নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় জেলা বিএনপি আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, কামরুল হাসান মাসুদ, পৌর আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোরশেদ আলম মিলন, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সদস্য আবদুল হালিম মানিক উপস্থিত ছিলেন।
এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ২ কেজি আলু, ডাল ১ কেজি, আটা ২ কেজি, সেমাই ২ প্যাকেট, পেঁয়াজ ১ কেজি ।