ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক জাতীয় বার্তা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একেএম সামছুল হকের ১০ম মৃত্যুবার্ষিকী আজ ৫ মে । ২০১০ সালের এদিনে তিনি রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন।তার মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন ফেনী প্রেস ক্লাবের সভাপতি জসিম মাহমুদ ও সাধারণ সম্পাদক এস এম ইউসুফ আলী।ক্লাবের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন সাংবাদিকরা।
সাংবাদিক সামছুল হক ছিলেন ফেনীর রাজা খ্যাত খাজা আহম্মদের ঘনিষ্ঠ সহচর।ছাত্রজীবন থেকে তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। পরে তিনি জেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন।তার স্ত্রী জাহানআরা বেগম সুরমা সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ছাড়াও জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রীর দায়িত্বে রয়েছেন।