ফেনী
মঙ্গলবার, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৫
, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফেনী ফালাহিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল ওহাব ভুঁইয়া আর নেই

 

 

স্টাফ রিপোর্টার-ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক(আরবী)মাওলানা আব্দুল ওহাব ভুইয়া ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।স্ত্রী,২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

তিনি কুমিল্লা জেলাধীন চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের সমাসপুর গ্রামের বাসিন্দা আজিম উদ্দিনের ছেলে।বুধবার সকাল সাড়ে  ৯টায় ফালাহিয়া মাদ্রাসা মাঠে তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে ফালাহিয়া মাদ্রাসার শিক্ষক ও ছাত্রসহ সর্ব সাধারণের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এর আগে ২ ফেব্রুয়ারী শুক্রবার ভোর চারটায় পাঠান বাড়ি রোডস্থ বাসায়  স্ট্রোক করলে প্রথমে কসমোপলিটন হাসপাতাল নিয়ে গেলে সেখান থেকে তাকে কুমিল্লা টাওয়ারে নিয়ে যাওয়া হয়।দিনভর আইসিউতে রাখার পর ওই দিন সন্ধ্যার দিকে মাওলানা আব্দুল ওহাব ভুইয়াকে ঢাকা ইবনে সিনা হাসপাতালে প্রেরণ করা হয়।

সেখানে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo