সংবাদ বিজ্ঞপ্তি-ক্লাশ, কুইজ, সেমিস্টার ফাইনাল এর একঘেয়েমি দূর করতে এবং একটি দিনকে নিজেদের মত করে আনন্দ আর উল্লাসের মাধ্যমে কাটাতে গতকাল ফেনী বিশ্ববিদ্যালয়ের ক¤িপউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বার্ষিক পিকনিক-২০১৭ অনুষ্ঠিত হয়।
ফেনীর অদূরে চট্টগ্রাম ভাটিয়ারীর ক্যাপে টুয়েন্টফোর পার্কে আনন্দঘন পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ এর পাশাপাশি সারাটি দিন হাসি-তামাশা, গান, সেলফি তোলা, প্যাডেল বোট চালানো, বিভিন্ন মজার মজার গেইম শো এর মধ্যে দিয়ে এক অন্য রকম বিচিত্র অনুভূতির মাঝে সারাটি দিন অতিবাহিত করেছে ফেনী বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকগণ ও একই বিভাগের প্রাক্তন ছাত্র ছাত্রীসহ প্রায় অর্ধশতাধিক । শীতের রৌদ্রউজ্জল সকালে একে একে উপস্থিত হতে থাকে বিশ্বাবিদ্যালয় প্রাঙ্গনে।
আনন্দ ভ্রমনের গাড়ী এসে হাজির। কেউ ব্যস্ত আনন্দ ভ্রমনের টি-শার্ট দেওয়ার কাজে, কেউবা নতুন টি-শার্ট পড়ে সেলফি তুলতে, আবার কেউ বা তার প্রিয় বন্ধুর আসতে দেরি দেখে তাকে ফোন দিতে ব্যস্ত। সব ব্যস্ততা এবং প্রস্তুতি শেষে গাড়ীর চাকা ঘুরলো গন্তব্যের দিকে। গাড়ীতে গল্প, গান, কৌতুক এবং পাহাড়ের গাঁ ঘেঁসে উঁচু নিচু রাস্তা মনোরম দৃশ্যের মধ্যে দিয়ে কখন যে ক্যাফে টুয়েন্টিফোর পার্কের সামনে চলে আসলো কেউ টের এই পাইনি। সেনাবাহিনী নিয়ন্ত্রিত ক্যাফে টুয়েন্টিফোর পার্কের অসাধারণ মন জুড়ানো পরিবেশ দেখে সবাই মুগ্ধ হয়। মন মাতানো এক হিমেল হাওয়ার স্বাগতমে পাহাড়ের উপরের বসে সুন্দর পরিবেশে আহার গ্রহণসহ পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য্য পরিদর্শন করে ফেনী বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের
শিক্ষার্থীরা। বিকালে পার্ক এ সাংস্কুতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভাগের শিক্ষার্থী রহমত উল্যাহ সুমন ও সাবিহা সানজিদার সঞ্চালনায় অনুষ্ঠানে গান ছাড়াও ছিল ঝুড়িতে বল পেলা খেলা, মারবেল খেলা, রিড মিউজিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান সাঈদ হোসেন পারভেজ। বিশেষ অতিথি লেকচারার বুশরাত জাহান, প্রাক্তন ছাত্র নিজাম উদ্দিন ও আফরোজা আক্তার রিক্তা।