শহর প্রতিনিধি-ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০১৮ সালের কার্যকরী নির্বাহী কমিটির নির্বাচন বুধবার রাতে ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে একাত্তর টেলিভিশনের ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলু ১০ ভোট ও সাধারন সম্পাদক পদে চ্যানেল নাইন প্রতিনিধি জহিরুল হক মিলন ১১ ভোট ও দৈনিক ইত্তেফাকের ফেনী প্রতিনিধি হাবিবুর রহমান খান ১১ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ।
এদিকে সভাপতি পদে দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ৮ ভোট পায়। সাধারন সম্পাদক পদে সাপ্তাহিক নিহীরিকা সম্পাদক আরিফুল আমিন রিজবী ৮ ভোট ও সহ-সভাপতি পদে সাপ্তাহিক নির্ভীক সম্পাদক জাফর সেলিম ৮ ভোট লাভ করে ।
এছাড়া কার্যকরী নির্বাহী কমিটির সদস্য পদে প্রথম হয়েছেন এনটিভি ফেনী প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল, দ্বিতীয় হয়েছেন বাসস ফেনী প্রতিনিধি আবুল কাশেম, ৩য় হয়েছেন সমকালের স্টাফ রিপোর্টার শাহজালাল রতন, ৪র্থ হয়েছেন ভোরের কাগজ ফেনী প্রতিনিধি শুকদেব নাথ তপন, ৫ম হয়েছেন পাক্ষিক মসিমেলার সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী ও ৬ষ্ঠ হয়েছেন যুগান্তর ফেনী প্রতিনিধি যতন মজুমদার।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় যুগ্ম সম্পাদক পদে দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ দৈনিক ফেনীর সময়ের সহ-সম্পাদক আলী হায়দার মানিক,দপ্তর সম্পাদক দিারুল আলম, প্রচার সম্পাদক ওমর ফারুক ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক স্টার লাইনের বার্তা সম্পাদক নুর উল্লাহ কায়সার নির্বাচিত হয়েছেন।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে কোন প্রার্থী না থাকায় তা শুন্য ঘোষনা করেছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এডভোকেট নুরুল আমিন চৌধুরী।সদস্য ছিলেন নোয়াখালী সরকারি কলেজের সহকারি অধ্যাপক হাবিবুর রহমান ও ফেনী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ।