শহর প্রতিনিধি- ফেনী শহর ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরি পরিষদ ও শাখা কমিটির অভিষেক শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। শহরের বড় বাজারের খদ্দরপট্টিতে সমিতি কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম। সমিতির সভাপতি মোশাররফ হোসেন ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন। যুগ্ম-সম্পাদক ইকবাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান পিপুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের, উপদেষ্টা কেবিএম জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি হাজী গোলাম রসুল, ধর্ম বিষয়ক সম্পাদক লিটন সাহা, জুয়েলার্স সমিতির সভাপতি ইসমাইল হোসেন খোকন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।