শহর প্রতিনিধি-ফেনী সরকারী কলেজের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ চলাকালীণ ক্যাম্পাসে এন্ড্রয়েড ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারী করেছে কলেজ কর্তৃপক্ষ। ১১ অক্টোবর কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুূল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত মোতাবেক কলেজ ক্যাম্পাসে ইন্টারনেট সংযোগযুক্ত এন্ড্রয়েড বা স্মার্টফোন ব্যবহার করা যাবে না।
তবে যোগাযোগের জন্য ইন্টারনেট সংযোগ প্রদান করা যায় না এমন সাধারণ ফোন ব্যবহার করা যাবে।এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।