ফেনী
শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৩
, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিমের দুর্নীতির তদন্ত শুরু ফেনীতে দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে মণ্ডপ পাহারায় থাকবে বিএনপি নেতাকর্মীরা দুই বছর ধরে প্রবাসী হয়েও উপজেলা ছাত্রদলের আহবায়ক পদে বহাল! ধর্মপুর এডুকেশনাল এস্টেটের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বন্যা প্রতিকারে ৮ দফা দাবি জানিয়ে ফেনীতে এবি পার্টির মানববন্ধন ফাজিলপুরে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক রুহুল আমিন গাজীর রোগমুক্তি কামনায় ফেনীতে দোয়া মাহফিল ফেনীতে অসহায়দের মাঝে জামায়াতের অটোরিকশা-নগদ অর্থ বিতরণ  ৫৩ বছরেও তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর করতে পারেনি বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা তুলে দিলেন ছাত্রদল নেতা 

বগাদানায় ত্রাণের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ

ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নে ত্রাণের জন্য বিক্ষোভ করেছে এলাকাবাসী।সোমবার সকালে ইউনিয়নের ৪নং ওয়ার্ড পাইকপাড়া গ্রামে ত্রানের জন্য এই বিক্ষোভ করে এলাকাবাসী।ইউপি চেয়ারম্যানের সাথে স্থানীয় মেম্বার সেলিমের দূরত্ব থাকায় পাইকপাড়ার বাসিন্দারা কোনো ত্রাণ সহায়তা পায়নি বলে জানিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।এলাকাবাসীর অভিযোগ, তারা ৪নং ওয়ার্ড পাইকপাড়া গ্রামে স্থায়ী বাসিন্দা। করোনাভা্ইরাসের জন্য দীর্ঘদিন ধরে তারা বেকার হয়ে পড়ে থাকলেও কোনো ত্রাণ সহায়তা পাচ্ছেন না। সরকার দেশে জুড়ে অনেক খাদ্য সহায়তা দিলেও কোন ধরণের সাহায্য পাননি তারা।

অন্য এলাকায় সবাই কিছু খাবার পেলও তারা পায়নি, না খেয়ে আছেন।এতে তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে।চেয়ারম্যান-মেম্বার এখন পর্যন্ত কেউ খোঁজ নিতেও আসেনি। এলাকার আটোরিক্সা চালকেরা বলেন, দীর্ষ ২মাস ধরে ঠিক মতো গাড়ি চালাতে পাচ্ছি না, টাকা-পায়সা কিছু নেই ঘরে খাবার নেওয়ার মতো। জনপ্রতিনিধিরা দেখা পর্যন্ত করে নি আরোকিছু বললে মারার হুমকি দামকি দেয়।ঘরে খাবার নেই আমরা এখন কোথায় যাবো? এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন ক্ষোভের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন।

সোনাগাজী উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন বলেন, বগাদানায় সরকারি ত্রানের পাশাপাশি নিজাম উদ্দিন হাজারী এমপির প্রদত্ত ত্রাণ এবং বিভিন্ন ব্যাক্তি ও সংস্থার পক্ষ থেকে ত্রান বিতরণ হয়েছে।ঠিক কি কারনে পাইক পাড়ার মানুষ ত্রান পাননি তা বলতে পারছি না।

সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব বলেন, বগাদানার এলাকাবাসী কাছ থেকে কোনো অভিযোগ পায়নি।বিক্ষোভ না করে আমার কাছে জানালেই ব্যবস্থা নিতাম। যারা ত্রাণ পায়নি তাদেরকে দ্রুত ত্রাণ প্রদান করার জন্য চেয়ারম্যানকে বলেছি

ট্যাগ :

আরও পড়ুন


Logo