ফেনী
বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:২৪
, ৬ই শাবান, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
সংস্কার ধোঁয়া তুলে ষড়যন্ত্র করা হলে দেশের সমস্যা বাড়তে থাকবে সোনাগাজীতে ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি উপহার দিলেন তারেক রহমান চাঁদাবাজি করলে শহীদদের রক্তের অসম্মান হবে সংসদের উচ্চকক্ষে সখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হলে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে না ইসলামি আন্দোলন ফেনীর কমিটি গঠন,সভাপতি এনাম- সেক্রেটারি একরাম ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফেনীর কমিটি ঘোষণা রাজাপুরে হিলফুল নূর ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার ফেনীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠলো আ.লীগ আবার ফিরবে,জয়বাংলা

বগাদানায় ত্রাণের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ

ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নে ত্রাণের জন্য বিক্ষোভ করেছে এলাকাবাসী।সোমবার সকালে ইউনিয়নের ৪নং ওয়ার্ড পাইকপাড়া গ্রামে ত্রানের জন্য এই বিক্ষোভ করে এলাকাবাসী।ইউপি চেয়ারম্যানের সাথে স্থানীয় মেম্বার সেলিমের দূরত্ব থাকায় পাইকপাড়ার বাসিন্দারা কোনো ত্রাণ সহায়তা পায়নি বলে জানিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।এলাকাবাসীর অভিযোগ, তারা ৪নং ওয়ার্ড পাইকপাড়া গ্রামে স্থায়ী বাসিন্দা। করোনাভা্ইরাসের জন্য দীর্ঘদিন ধরে তারা বেকার হয়ে পড়ে থাকলেও কোনো ত্রাণ সহায়তা পাচ্ছেন না। সরকার দেশে জুড়ে অনেক খাদ্য সহায়তা দিলেও কোন ধরণের সাহায্য পাননি তারা।

অন্য এলাকায় সবাই কিছু খাবার পেলও তারা পায়নি, না খেয়ে আছেন।এতে তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে।চেয়ারম্যান-মেম্বার এখন পর্যন্ত কেউ খোঁজ নিতেও আসেনি। এলাকার আটোরিক্সা চালকেরা বলেন, দীর্ষ ২মাস ধরে ঠিক মতো গাড়ি চালাতে পাচ্ছি না, টাকা-পায়সা কিছু নেই ঘরে খাবার নেওয়ার মতো। জনপ্রতিনিধিরা দেখা পর্যন্ত করে নি আরোকিছু বললে মারার হুমকি দামকি দেয়।ঘরে খাবার নেই আমরা এখন কোথায় যাবো? এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন ক্ষোভের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন।

সোনাগাজী উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন বলেন, বগাদানায় সরকারি ত্রানের পাশাপাশি নিজাম উদ্দিন হাজারী এমপির প্রদত্ত ত্রাণ এবং বিভিন্ন ব্যাক্তি ও সংস্থার পক্ষ থেকে ত্রান বিতরণ হয়েছে।ঠিক কি কারনে পাইক পাড়ার মানুষ ত্রান পাননি তা বলতে পারছি না।

সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব বলেন, বগাদানার এলাকাবাসী কাছ থেকে কোনো অভিযোগ পায়নি।বিক্ষোভ না করে আমার কাছে জানালেই ব্যবস্থা নিতাম। যারা ত্রাণ পায়নি তাদেরকে দ্রুত ত্রাণ প্রদান করার জন্য চেয়ারম্যানকে বলেছি

ট্যাগ :

আরও পড়ুন


Logo