শহর প্রতিনিধি-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো ‘মেমোরি অব দ্য’ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল এ অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় এ অর্জনকে স্মরণীয় করে রাখতে ফেনীতে আগামী ২৫ নভেম্বর শনিবার দিনব্যাপী আনন্দ শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি সফল করতে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ানের সভাপতিত্বে এক সংবাদ সম্মেলন করা হয়।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুলদীপ চাকমা,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম,সহকারী কমিশনার সোহেল রানা প্রমূখ উপস্থিত ছিলেন ।
এতে বলা হয় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙ্গালি জাতির জন্য এ এক অনন্য অর্জন। এ অসামান্য অর্জনকে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দ আয়োজনের মাধ্যমে পালন করা হবে। সারাদেশের ন্যায় ফেনীতেও ২৫ নভেম্বর শনিবার সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে। সকাল ১১টায় ফেনী জেলা পরিষদ মিলনায়তনে ৭ মার্চ ঐতিহাসিক ভাষণের ওপর কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা এবং বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দেশজ, লোকজ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক সঙ্গীত পরিবেশনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এ সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়।
শোভাযাত্রায় জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধানণগণ ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত থাকবেন।
একই সাথে জেলার প্রতিটি উপজেলায় এ কর্মসূচি পালিত হবে।