কথা ডেস্ক-বর্তমান আওয়ামীলীগ সরকারের বিরুদ্বে নানামুখী অপ-প্রচারে লিপ্ত সোনাগাজীর বিএনপি নেতা হারুনুর রশীদ।সে লন্ডনে বসে “হক কথা সব সময় শুনতে খারাপ লাগে ” নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে এ অপ-প্রচারে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ উঠেছে।এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়,হারুন সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের নদোনা গ্রামের কাশেম কন্ট্রাকটর বাড়ির বেলায়েত হোসেনের ছেলে।২০০১ সালে বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতা গ্রহনের পর থেকে সে বিএনপির রাজনিতির সাথে সক্রীয়ভাবে জড়িত ছিল।
০৮ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতা গ্রহনের পর হারুনের উপর নানাভাবে নির্যাতন চালায় আওয়ামীলীগের নেতাকর্মীরা।
এমতাবস্থায় বিএনপি নেতা হারুন ০৯ সালে গোপনে লন্ডন চলে যায়।সেখানে গিয়ে “হক কথা সব সময় শুনতে খারাপ লাগে ” নামের একটি ফেসবুক পেজ একাউন্ট খোলে ।পেজটিতে সে ফেনীর আওয়ামী রাজনিতির বিরুদ্বে নানাধরনের বিভ্রান্তি ছড়িয়ে নানামুখি ষড়যন্তে লিপ্ত হয়।এরপর ফেনীর আওয়ামী রাজনিতির নেতাকর্মীরা তাকে প্রান নাশ ও গ্রামের বাড়িঘর জ্বালিয়ে দেয়ার হুমকি দেয়।
এরপর সে বাংলাদেশ সরকার প্রধান শেখ হাসিনার ছবি দিয়ে নানা-ধরনের লেখা পোষ্ট করে।সরকারের বিভিন্ন উন্নয়নের বিরুদ্বেও হারুন অপ-প্রচার চালায়।যা তার নিজ গ্রামের আওয়ামীলীগের নেতাকর্মীদের নজরে এসেছে।তারা এর প্রতিবাদ জানান।পাশাপাশি তারা হারুনকে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান।
বগাদানা ইউনিয়নের নদোনা গ্রামের আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান জানান,হারুন লন্ডনে বসে দেশ বিরোধি চক্রান্তে লিপ্ত।ফেসবুকের মাধ্যমে বাংলাদেশ সরকারের বিরুদ্বে অপ-প্রচার চালিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম নষ্ট করছে।তাকে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি জানান তিনি।