চট্টগ্রাম অফিস- বাতাসে আবারও ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার চট্টগ্রামের লালদিঘী ময়দানে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মহিউদ্দিন চৌধুরী স্মরণে এক শোকসভায় এ কথা বলেন তিনি।
চট্টগ্রাম নগর এবং উত্তর ও দক্ষিণ জেলা শাখা আওয়ামী লীগের যৌথ আয়োজনে এ শোকসভায় মন্ত্রীরা, সংসদ সদস্যরা, বিশিষ্ট নাগরিকরা ও পেশাজীবী নোতারা যোগ দেন।