সদর প্রতিনিধি-ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার শহরের কুটুম বাড়ী রেস্টুরেন্টে আয়োজিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৩০ ভোটের মধ্যে ২৭ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম পাটোয়ারী,সাধারণ সম্পাদক পদে ১৭ ভোট পেয়ে সাহাব উদ্দিন ভূঞা নির্বাচিত হয়েছেন। তার নিকটতম রহিম উল্লাহ বাবলু পেয়েছেন ১২ ভোট। কোষাধ্যক্ষ পদে ১৩ ভোট পেয়ে মো: এয়াছিন নির্বাচিত হন। তার নিকটতম নিজাম উদ্দিন ৮ ও জামাল উদ্দিন সুমন ৬ ভোট লাভ করেন।
নির্বাচন পরিচালনা করেন সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক ও সাপ্তাহিক শমসের নগর পত্রিকার প্রধান সম্পাদক এন এন জীবন, ফেনী জর্জ কোটের আইনজীবী এডঃ শাহ মোঃ কায়কোবাদ সাগর, বালিগাঁও পেশাজীবী ফোরামের অন্যতম নির্বাহী সদস্য ও আল-ফালাহ শিশু একাডেমীর পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবর।
পরে কমিটির নব নির্বাচিত সদস্যদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন ফেনী জেলা এনজিও ফোরামের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী আরমান। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক এন এন জীবন জানান, সংগঠনটির নির্বাহী পরিষদের ৩৬ জন সদস্যের মাঝে ৩০ জন ভোটাধিকার প্রয়োগ করে আগামী ১ বছরের জন্য সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচন করেছেন।