স্টাফ রিপোর্টারঃ ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন রিপুকে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।শনিবার সদর উপজেলা ছাত্রলীগের এক জরুরী সভায় সংগঠন পরিপন্থি কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে অব্যাহতি প্রদানের সিদ্বান্ত নেয়া হয় বলে উপজেলা সভাপতি ফখরুল ইসলাম ও সাধারন সম্পাদক শেখ আব্দুর শুক্কুর মানিক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়।
এর আগে ১ মার্চ প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন রিপুকে প্রধান আসামী করে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী।