ছাগলনাইয়া প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি রাজনীতির জন্য বিপদজনক বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার বিকালে ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পুরাতন আদালত ভবন মাঠে ফেনী জেলা জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন, বিএনপি নেতারা মুখে যাই বুলুক না কেন এখনো বিভিন্ন ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে ।
জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন জাসদ কেন্দ্রীয় সাধারণ স¤পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার। বিশেষ অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম-স¤পাদক নঈমুল আহসান জুয়েল ও সাংগঠনিক স¤পাদক জসিম উদ্দিন বাবুল। এসময় ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলসহ জাসদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।