ফেনী
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৬
, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিচারপতি খায়রুল হকের গ্রেফতার দাবিতে ফেনীতে আইনজীবীদের বিক্ষোভ

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেফতার দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

মঙ্গলবার দুপুরের দিকে ফেনী জজ কোর্ট প্রাঙ্গণে ফোরামের ফেনী শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থপাল চৌধুরীর সঞ্চালনায় এসময় ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া,ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাহাব উদ্দিন আহমেদ, ফোরামের যুগ্ম সাধারণ
সম্পাদক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী মোরশেদ, প্রচার সম্পাদক অ্যাডভোকেট হুমায়ন কবির বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে কোর্ট আঙিনা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয় প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!