সদর প্রতিনিধি-নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট।এ উপলক্ষে শনিবার সকালে সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের নতুন রানীর হাটস্থ ইনস্টিটিউটের মিলনায়তনে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।
ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের ( ভারপ্রাপ্ত ) অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন সেক্টর-২ এর বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস,আবুল কাশেম ফরাজী।
এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চীফ ইন্সট্রাক্টর (নন-টেক) ও একাডেমীক ইনচার্জ দেবব্রত কুমার নাথ।
ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর (ডিএনটি) হেলাল উদ্দিন ও ডিএনটির ইন্সট্রাক্টর (জুনিঃ) মোবারাহ আক্তার নীরার পরিচালনায় এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ডাটা টেলিকমিনিকেশন এন্ড নেটওয়ার্কিং বিভাগীয় প্রধান মোঃ আবদুল্লাহ আল মামুন,কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিভাগীয় প্রধান আফরোজা জয়নব ও টেলিকমিনিকেশন এন্ড টেকনোলজি বিভাগীয় প্রধান মাহবুব আলম।
নন টেকনিক ইন্সট্রাক্টর (জুনিঃ) মোঃ শাহনেওয়াজ খানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সেক্টর-২ এর বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস ও আবুল কাশেম ফরাজীকে ইন্সটিটিউটের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গঠন করে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিনত করতে কাজ করে যাওয়ার জন্য তাদের প্রতি আহবান জানান ।