ফেনী
শুক্রবার, ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:২৩
, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিজয় দিবসে ১০ টাকা মূল্যের ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

 

 

ঢাকা অফিস- মহান বিজয় দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যের বিশেষ একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও অবমুক্ত করেন তিনি।

শনিবার সকাল সাতটা ৪০ মিনিটে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্মারক এবং বিশেষ সিলমোহরের মাধ্যমে ডাকটিকিট অবমুক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, প্রেস সচিব ইহসানুল করিম, ডাক সচিব শ্যাম সুন্দর সিকদার, ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল এবং অন্যান্য কর্মকর্তা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!