ফেনী
সোমবার, ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৬
, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চমক ওবামার

 

আন্তর্জাতিক ডেস্ক-একসঙ্গে ২৫ বছর কাটিয়ে ফেলেছেন। ব্যস্ততার জেরে এতদিন সময় দিতে পারেননি। তবে এখন তিনি ঝাড়া হাত পা। স্ত্রী মিশেলকে তাই পুষিয়ে দিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

মঙ্গলবার তাদের বিবাহবার্ষিকী ছিল। ওইদিনই পেনসিলভ্যানিয়ায় নারী অধিকার সংক্রান্ত একটি সম্মেলনে বক্তৃতা দিচ্ছিলেন প্রাক্তন ফার্স্টলেডি। সেখানে টিভি স্ক্রিনে আচমকাই আবির্ভূত হন বারাক ওবামা। দু’মিনিটের একটি ভিডিওয় স্ত্রীর ভূয়সী প্রশংসা করেন তিনি।

বলেন, ‘জানি তুমি খুব ব্যস্ত। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে গিয়েছো। কিন্তু একটু বাধা দিতেই হলো। আমাদের বিবাহ ২৫ বছর পূর্ণ করল যে! এই ২৫ বছরে তুমি সবসময় আমার পাশে থেকেছো। অসম্ভব ধৈর্য তোমার। তুমিই আমার সবথেকে কাছের বন্ধু। যে কিনা আমাকে হাসায়, সঠিক পথ দেখায়। আমাদের দুই কন্যাই নয়, সমগ্র দেশবাসীর কাছে তুমি উদাহরণ।’

সকলের সামনে নিজের প্রশংসা শুনে অভিভূত হয়ে পড়েন মিশেল। নিজের টুইটার অ্যাকাউন্টে স্বামীকে পাল্টা শুভেচ্ছা জানান তিনি। বিয়ের সাদা কালো একটি ছবি পোস্ট করে লেখেন, ‘বিবাহবার্ষিকীর শুভেচ্ছা তোমাকে। এক শতাব্দির সিকিভাগ একসঙ্গে কাটিয়ে ফেলেছি আমরা। আজও তুমিই আমার প্রিযবন্ধু। একজন অসাধারণ পুরুষ। আমি তোমাকে ভালোবাসি।’

শিকাগোর একটি আইনি সংস্থায় কর্মরত অবস্থায় ১৯৮৯ সালে মিশেল রবিনসন ও বারাক ওবামার সাক্ষাৎ। তার দু’বছর পর ১৯৯২ সালে বিয়ে করেন তারা।- সংবাদসংস্থা

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!