আজিজ আল ফয়সাল- আগামীকাল বুধবার ১০ জানুয়ারী ফেনীতে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে।ওইদিন জোহরের নামাজের পর শহরের মিজান ময়দানে এ সম্মেলনের আয়োজন করেন আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা ফেনী।
এতে অতিথি হিসেবে ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী,ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন ও প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী উপস্থিত থাকার কথা রয়েছে।
সম্মেলনে কেরাত পরিবেশন করবেন মিশরের কারী সালমান হালফাভী ও কারী শায়খ রাফাত হুসাইন,ইন্দোনেশিয়ার কারী মুমিন আইনুল মোবারক,ইরাকের কারী হামেদ শাকের নেজাদ,পাকিস্তানের কারী আনোয়ারুল হাসান শাহ ও ইব্রাহীম কাসী ভারতের কারী মুহাম্মদ আলী খান ও ইউনুস আলী খান,আব্দুর রউফ এবং তানজানিয়ার কারী রেজা আইয়ুব।
অনুষ্ঠানে আল্লামা নুরুল ইসলাম আদীব,মুফতি শহীদুল্লাহ ও মুফতি আহমদ উল্লাহসহ ওলামায়ে কেরাম আলোচনা রাখবেন বলে জানা গেছে।ইতিমধ্যে সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।প্যান্ডেল ও মঞ্চ তৈরীর কাজ এবং আলোকসজ্জার কাজ শেষ পর্যায়ে রয়েছে।
এছাড়া শহরের বিভিন্ন স্থানে পোষ্টারিং ও ব্যানার পেষ্টুনে চেয়ে গেছে।