মুজিববর্ষ উপলক্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফেনী জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার ফেনী সরকারি কলেজের বিভিন্ন জায়গায় এ কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন রুবেল, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ইমন, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক নায়েব চৌধুরী,উপ-পাঠাগার সম্পাদক আকরামুজ্জামান রাজু,ফেনী সদর উপজেলা সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক, পৌর সাধারণ সম্পাদক শাহেদ আকবর অভি, ফেনী সরকারী কলেজ সাধারণ সম্পাদক রবিউল হক ভূঞা রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মুজিবর্ষের আহবান, ৩ টি করে গাছ লাগান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচিতে ছাত্রলীগের
কর্মীরাও গাছ লাগান।