কথা ডেস্ক-জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেগম খালেদা জিয়া ও তার সন্তানের লজ্জা থাকলে আর কখনও দুর্নীতি করবেন না।
বৃহস্পতিবার বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণার পুরোটা দিন প্রধানমন্ত্রী কাটিয়েছেন দক্ষিণের দুই জেলা পটুয়াখালী ও বরিশালে। প্রথমে পটুয়াখালীতে গিয়ে দুই জেলার সীমানায় নিজের নামে সেনানিবাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে বিকালে বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলায় রায় হয়েছে, তাতে অভিযোগ ছিল এতিমখানার নামে আসা টাকা আত্মসাতের। এই বিষয়টির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এতিমখানার টাকা এসেছে, সে টাকা এতিমের কাছে চলে যাবে, সে টাকা কেন থাকবে?
‘আজকে ধরা পড়ে গেছে। ওই এতিমের টাকা মেরে। কারণ এতিমের টাকা মারা ইসলাম ধর্মও সমর্থন করে না। এতিমের টাকা মেরে খেলে তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামীনও দেয়। সেই শাস্তি আজকে খালেদা জিয়া, তারেক জিয়া, তারাও পেয়েছে।’
‘লজ্জা থাকলে জীবনে আর লুটপাট করবে না, দুর্নীতি করবে না। মানুষের অর্থ সম্পদ নেবে না।’
বিএনপির অভিযোগ, প্রধানমন্ত্রীর ইচ্ছায় এই রায় দিয়েছেন বিচারক। তবে শেখ হাসিনা বলেন, ‘কোর্ট রায় দিয়েছে, এখানে আমাদের কিছু করার নাই। কিন্তু অন্যায় করলে যে শাস্তি পায় সেটা আজকে প্রমাণিত হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় থাকতে বিএনপির কাজ ছিল অত্যাচার করা, দুর্নীতি করা, মানুষের টাকা লুটপাট করা। খালেদা জিয়ার ছেলে (তারেক রহমান) দুর্নীতি করে টাকা পাচার করেছে। আমেরিকার ফেডারেল কোর্ট বলেছে, খালেদা জিয়ার ছেলে দুর্নীতিবাজ। আরও একটা (আরাফাত রহমান কোকো) ধরা পড়েছে সিঙ্গাপুরে। সিঙ্গাপুরের কোর্ট শাস্তি দিয়েছে। আমরা ওই টাকা ফেরত এনেছি।’
‘ ক্ষমতায় থাকতে হত্যা, দুর্নীতি, জনগণের সম্পদ লুটপাট ছাড়া তারা কিছুই জানে না।’