ফেনী
মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৪
, ১১ই শাবান, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
সংস্কার ধোঁয়া তুলে ষড়যন্ত্র করা হলে দেশের সমস্যা বাড়তে থাকবে সোনাগাজীতে ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি উপহার দিলেন তারেক রহমান চাঁদাবাজি করলে শহীদদের রক্তের অসম্মান হবে সংসদের উচ্চকক্ষে সখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হলে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে না ইসলামি আন্দোলন ফেনীর কমিটি গঠন,সভাপতি এনাম- সেক্রেটারি একরাম ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফেনীর কমিটি ঘোষণা রাজাপুরে হিলফুল নূর ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার ফেনীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠলো আ.লীগ আবার ফিরবে,জয়বাংলা

‘ভাই আমি ফাঁসি দিলাম, লাশটা নিয়া যাইস’

 

কথা ডেস্ক-‘ভাই আমি ফাঁসি দিলাম, লাশটা বাড়িত নিয়া যাইস’ভাইয়ের কাছে এমন ম্যাসেজ পাঠিয়ে ব্লেড দিয়ে শরীর কেটে আত্মহননের চেষ্টা চালিয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপির) এক নারী কনস্টেবল। তার নাম পপি রাণী দাস।

শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে নগরীর আম্বরখানা এলাকার মনিপুরী পাড়ার বাসা থেকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে আম্বরখানা ফাঁড়ি পুলিশ। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ সময় সেখানে উৎসুক মানুষের ভিড় জমে।

পারিবারিক সূত্র জানায়, সিলেট কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী রিপন চন্দ্র দাসের সঙ্গে ৯ মাস আগে পপির বিয়ে হয় । গত চার মাস ধরে তারা আম্বরখানা মণিপুরী পাড়ার আলো ১/১১ নম্বর বাসায় তৃতীয় তলায় বসবাস করছেন। পপি রাণী এসএমপির কনস্টেবল হিসাবে আদালত পাড়ায় দায়িত্ব পালন করতেন। হবিগঞ্জের মাধপুর উপজেলার দীঘলবাক গ্রামে এ দম্পতির বাড়ি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী জানান, ‘ওই কনস্টেবল তালাবদ্ধ বাসায় নিজেই নিজের শরীর রক্তাক্ত করেন। খবর পেয়ে রাত ১২টা ৪০ মিনিটে আম্বরখানা পুলিশ ফাঁড়ির এস আই দেবাশীষের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে আসে। কাউন্সিলর ও পুলিশের উপস্থিতিতে বাসার দুটি দরজা ভেঙে বিছানার ওপর থেকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পপিকে পাওয়া যায় । এরপর তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে ব্লেড উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। এ সময় বাসার মেঝে রক্তাক্ত ছিল ।’

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন বলেন, ‘পপি রাণী দাস ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে থানায় কোনও অভিযোগ করা হয়নি।’

এসএমপির মুখপাত্র আব্দুল ওয়াহাব জানান, পপি রাণী দাসকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু কাউকে না জানিয়ে তিনি হাসপাতাল ছেড়ে চলে যান। তাকে আবার হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছে। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, পপির মানসিক সমস্যা রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo