ফেনী
মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৪
, ১১ই শাবান, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
সংস্কার ধোঁয়া তুলে ষড়যন্ত্র করা হলে দেশের সমস্যা বাড়তে থাকবে সোনাগাজীতে ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি উপহার দিলেন তারেক রহমান চাঁদাবাজি করলে শহীদদের রক্তের অসম্মান হবে সংসদের উচ্চকক্ষে সখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হলে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে না ইসলামি আন্দোলন ফেনীর কমিটি গঠন,সভাপতি এনাম- সেক্রেটারি একরাম ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফেনীর কমিটি ঘোষণা রাজাপুরে হিলফুল নূর ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার ফেনীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠলো আ.লীগ আবার ফিরবে,জয়বাংলা

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

 
ক্রীড়া প্রতিবেদক-ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৯৭, বেহাল দশা বাংলাদেশের পুরুষ ফুটবলের। তবে নারী ফুটবলে গত কয়েক বছর ধরেই আসছে সুখবর। পুরুষ ফুটবল দল ব্যর্থতার মহড়া দিলেও নারীরা এগিয়ে যাচ্ছে ঠিকই, বিশেষ করে বিভিন্ন বয়সভিত্তিক দল। এবার অনুর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের খেতাব জয়ের কৃতিত্ব দেখালো বাংলাদেশের মেয়েরা। রবিবার দুপুরে কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে দেয় বাংলাদেশ।

প্রথমার্ধের খেলায় নিয়ন্ত্রণ বজায় রাখে বাংলাদেশের মেয়েরা। তারা বেশ কয়েকটি আক্রমণ শানায় ভারতের গোল মুখে। ২২ মিনিটে এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। মারিয়া মান্ডার বাড়িয়ে দেওয়া বলে ঠিকঠাক শট নিতে পারেননি আনুচিং মগিনি। সে যাত্রায় বেঁচে যায় ভারত।

১০ মিনিট পর তহুরার জোরালো শট বারের সামান্য বাইরে দিয়ে চলে যায়। তবে ৪২ মিনিটে আর হতাশ হতে হয়নি বাংলাদেশকে। কাঙ্ক্ষিত গোলের দেখা পায় লাল সবুজের জার্সিধারীরা। গোলদাতা শামসুন্নাহার।

১-০ গোলে এগিয়ে থাকার আনন্দ নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে বাংলাদেশ। বিরতির পার ভারত গোল পরিশোধের চেষ্টায় মরিয়া হয়ে ওঠে। ব্যবধান বাড়ানোর চেষ্টা করে স্বাগতিকরাও। তবে কোনো পক্ষই গোল করতে পারেনি। এভাবেই জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

এর আগে লিগ ম্যাচে নেপালকে ৬-০, ভুটানকে ৩-০ এবং ভারতকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। অপরাজিত চ্যাম্পিয়ন হবার পাশাপাশি একমাত্র দল হিসেবে কোনো গোলও হজম করেনি বাংলাদেশ। প্রতিপক্ষে জালে ১৪টি গোল করে বাংলাদেশের মেয়েরা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo